উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলায় সংক্ষুব্ধ কয়েকজন ভোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সয়াবিন তেলের ডিলার মাধুরী স্টোরের স্বত্বাধিকারী পরিতোষ পাল ও কালীপদ রায় এন্ড সন্সের স্বত্বাধিকারী কাজল রায়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন, নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।
অভিযানকালে এ সময় এস আই দুর্গা কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
Leave a Reply