নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার বাংলাবাজার এলাকায় এ সংঘর্ষ হয়।
এলাকাবাসী জানায়, বুধবার সকালে এনাতাবাদ গ্রামের হালিম মিয়া ও তার বোন হনুফা বেগমের মধ্যে জায়গা-জমি নিয়ে বিবাদ হয়। গ্রামের নুনু মিয়া বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেন। এর একপর্যায়ে নুনু মিয়া ও হালিম মিয়ার মধ্যে কথা কাটিকাটি হয়। তবে অন্যদের মধ্যস্থতায় তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত হলেও পরদিন সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ঘটনাস্থলে পৗঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষে আহত অবস্থায় এনাতাবাদ গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে হালিম মিয়া এবং মৃত হান্নান মিয়ার ছেলে মাহিদ মিয়া ও আবুছায় মিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনজার্চ মো ডালিম আহমদ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।
Leave a Reply