নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পল্লীতে তিন কৃষকের কষ্টের ফসল একটি সিমের বাগান ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা।
কৃষকদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে তাদের প্রতিপক্ষ রাতের আঁধারে এই ধ্বংসলীলা চালায়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছ।
উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামের আব্দুল কালাম, আব্দুল আলী ও আম্বর মিয়া মিলে ৪৫ শতক জায়গা ইজারা নিয়ে একটি সিমের বাগান করেন।
তারা জানান, সম্প্রতি পানি সেচ ও সিম বিক্রি নিয়ে একই গ্রামের সুমন ও মন্নানের সাথে তাদের বিরোধ দেখা দেয়।
নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
Leave a Reply