উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : নবীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রী তন্নী ও রায়ের লাশ উদ্ধারের ৬ দিন পরও কোন আসামি গ্রেফতার হয়নি। হত্যাকান্ডের রহস্য খুঁজে পায়নি পুলিশ। ফলে জনমনে তীব্র ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে।
রববিার বিকালে নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র আব্দুল মতিন স্কয়ারেপৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে তন্নী হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষেসংগঠনের সভাপতি শিক্ষক বিপুল চন্দ্র দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রাণেশ দেবের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বিকাশ রায়, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, যুগ্ম সম্পাদক গৌতম কুমার রায়, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ সভপতি এম এ আহমদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা আনসার উদ্দিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দফতর সম্পাদক অমলেন্দু সূত্রধর,ধনঞ্জয় দেবনাথ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী প্রমুখ।
বক্তারা তন্নী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে নবীগঞ্জকে অচল করে দেয়া হবে।
Leave a Reply