হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের বান্দেরবাজারে হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ড রেজা কিবরিয়ার গাড়িবহরে হামলার অভিযোগ করা হয়েছে।
ঐক্যফ্রন্ট থেকে এ অভিযোগ করা হয়েছে। নেতৃবৃন্দ জানান, এ হামলায় সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম পান্না আহত হয়েছেন।
ড রেজা কিবরিয়া দুপুরে আউশকান্দি, সৈয়দপুর, কামারগাঁও ও সাইনবোর্ড বাজারে গণসংযোগ শেষে বান্দেরবাজার পৌঁছলে এ হামলা হয়। এসময় ফখরুল ইসলাম পান্নাকে বেধড়ক মারপিট করা হয়। অন্যান্য নেতাকর্মী তাকে উদ্ধার করেন।
এ ঘটনার পর ইনাতগঞ্জের নির্ধারিত পথসভা স্থগিত করে ড রেজা কিবরিয়া গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান।
তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, পূর্ব-পরিকল্পিতভাবে ্যরহ নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে।
তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান।
Leave a Reply