নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ৫টি ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আন্তঃজেলা ডাকাতদলের সদস্য সেলিম মিয়া ওরফে লুলুকে র্যাব-৯ গ্রেফতার করেছে।
সে উপজেলার বনগাঁও এলাকার মৃত ছান্দ উল্লার ছেলে। বৃহস্পতিবার সকালে তার বাড়িতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল ও নবীগঞ্জ থানার ওসি-তদন্ত আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি-তদন্ত জানান, সেলিম মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ জেলার ৭টি থানায় ডাকাতির মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply