নবীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় নাজমুল হাসান হৃদয় নামের ৩য় শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।
এ দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১০টার দিকে। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় আধঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
নিহত নাজমুল হাসান হৃদয় বাহুবল উপজেলার সদর ইউনিয়নের সারংপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, কয়েক দিন পূর্বে নাজমুল হাসান হৃদয় মায়ের সাথে বড়গাঁও গ্রামে মামা তাজুল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। সকাল ১০টার দিকে বড়গাঁও বাজারে যায়। এ সময় রাস্তা পার হতে গিয়ে সিলেট থেকে ছেড়ে আসা পাথর বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
এর প্রতিবাদে এলাকাবাসী সিলেট-ঢাকা মহাসড়ক আধঘণ্টা অবরোধ করে রাখেন। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমানের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply