নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নে টিউবওয়েল বসানোর সময় গ্যাসের বের হবার খবর পাওয়া গেছে। এ সময় টিউবওয়েলের পাইপের মুখে আগুন ধরে যায়।
শনিবার সন্ধ্যায় ইউনিয়নের চরগাঁও গ্রামে মিন্টু মিয়ার বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। এক পর্যায়ে টিউবওয়েলের পাইপ ১৪৫ ফুট গভীরে যাবার পর হঠাৎ করে নিচের দিকে না গিয়ে উঠে আসতে থাকে। এর পরপরই পাইপের মুখে আগুন ধরে যায়। সাথে সাথে গোবর দিয়ে পাইপ বসানোর গর্তের মুখ আটকে দেয়া হয়। তবে পার্শ্ববর্তী পুকুরের পানিতে বুদবুদ দেখা দেয়। এছাড়া বিকট শব্দও হতে থাকে।
এলাকার লোকজন জানান, প্রায় ১০ বছর আগে একই গ্রামের নবীর মিয়া ও মুকিত মিয়ার বাড়ি এবং কালাচাঁন মন্দিরে টিউবওয়েল বসানোর সময় একই ঘটনা ঘটেছিল।
Leave a Reply