হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা যুক্তরাজ্য প্রবাসী আখলাক চৌধুরীর মা মালা বেগম ও স্ত্রী রুমি বেগমকে হত্যার কথা স্বীকার করে গ্রেফতারকৃত জাকারিয়া আহমেদ শুভ ও আবু তালেব আদালতে জবানবন্দি দিয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হবিগঞ্জের বিচারিক হাকিম শম্পা জাহানের আদালতে দুজন স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেয়।
পরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বিধান ত্রিপুরা জানান, স্ত্রী রুমি বেগমকে ধর্ষণের উদ্দেশ্যে ঘরে ঢুকে ধর্ষণে ব্যর্থ হয়ে সাদুল্লাহপুর গ্রামের জাকারিয়া আহমেদ শুভ ও আবু তালেব এ হত্যাকাণ্ড ঘটায়।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তদের হাতে বউ-শাশুড়ি নিজের বাড়িতে খুন হন।
Leave a Reply