হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জামিআ ইসলামিয়া আরাবিয়া দিনারপুর বালিধারা মাদ্রাসার ৬৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মাদ্রাসা প্রাঙ্গণে হাফিজ মাওলানা শায়েখ ফজলুর রহমান ও মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দুই পর্বের সম্মেলনে দেশবরেণ্য উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নছিহত করেন।
সম্মেলনে বার্ষিক বাজেট পেশ করেন, মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়খ আসজাদ আহমদ।
সম্মেলনে বিগত বছরে মাদ্রাসা বোর্ডে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী ৪ ছাত্রসহ এ প্লাস প্রাপ্ত ৬০ জন ছাত্রকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
সম্মেলনে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত এবং মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে শিরনি বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply