জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। সংগঠনের সভাপতি মুহিতুর রহমান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী আজাদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা যুবলীগের সহ সভাপতি গাজী মোহাম্মদ শাহেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী।
দোয়া মাহফিল পরিচালনা করেন, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহবুবুর রহমান।
Leave a Reply