নবীগঞ্জ প্রতিনিধি : ‘সমন্বিত ইঁদুর দমন অভিযান, সফল করতে এগিয়ে আসুন’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়ও জাতীয় ইঁদুর দমন অভিযান উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা কৃষি স¤প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ পরিচালক এমএমএম ইলিয়াস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এমএ আহমদ আজাদ। আরো বক্তব্যে রাখেন দেবপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মুকিত, কৃষক রজব আলী, আলাউর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা আশীষ চক্রবর্তী।
এর আগে উপজেলা সদরে শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো দুলাল উদ্দিন।
Leave a Reply