নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সহস্রাধিক মণ্ডপে জাঁকজমকভাবে ও পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যা, জ্ঞান ও সুরের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হযেছে।
উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি পাড়া-মহল্লায় সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর তরুণ সংঘের উদ্যোগে এ বছরও সরস্বতী পূজার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি লিকসন পাল, সহসভাপতি দেবপ্রিয় পাল অন্তু, সাধারণ সম্পাদক জীবন চৌধুরী, সহসাধারণ সম্পাদক নারায়ন পাল, সাবেক সভাপতি গোপিকা রঞ্জন পাল শ্যামল, সহঅর্থ সম্পাদক পরিমল পাল রূপক, সাংগঠনিক সম্পাদক সৌরভ পাল, সহসাংগঠনিক সম্পাদক পংকজ পাল, সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিত চৌধুরী স্মরণ ও সহসাংস্কৃতিক সম্পাদক অজয় পালের সার্বিক পরিচালনায় এতে পৌরহিত্য করেন পান্না লাল ভট্টাচার্য্য।
এছাড়া গোবিন্দ জিউড় আখড়ায় ঐক্যতান সংঘ, পুষ্পাঞ্জলি সংঘ, শান্তিপাড়া রূপালী সংঘ, শিবপাশা দেবী সংঘ, আক্রমপুর লোকনাথ মন্দির পূজা সংঘ, কানাইপুর পুষ্পাঞ্জলি সংঘ, কালীপুর কৃষ্ণকালী মন্দির সংঘ ও ধানসিঁড়ি বীণাপানি সংঘ সহ বিভিন্ন সংগঠন মন্দিরে মন্দিরে পূজার আয়োজন করে।
উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি শ্রীবাস মালাকারের বাড়িতে প্রগতি সংঘের উদ্যোগে সরস্বতী পূজা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও আলোচনা অনুষ্ঠিত হয়।
পরিমল মালাকারের সার্বিক পরিচালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক ইউপি মেম্বার সিরাজুল ইসলাম, প্রফেসর তফিল মিয়া ও আসকির মিয়া। গান পরিবেশন করেন সুজন মিয়া, রিপন দেব, আকিকুর রহমান ও সঞ্জিত কর।
Leave a Reply