উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) গ্রামে বিজনা নদীর জলমহাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জাহির আলী (৭৫) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় গর্ভবর্তী মহিলা ও শিশু সহ আহত হন অর্ধশতাধিক লোক। পুলিশ ৭ জনকে আটক করেছে।
এলাকাবাসী জানান, গ্রামের বর্তমান মেম্বার রাজা মিয়া, সাবেক মেম্বার মনর মিয়া ও কাঁচন মিয়াদের সাথে শফিক মিয়া ও রহমান মিয়াদের দীর্ঘদিন ধরে এই বিরোধ চলছিল। এনিয় উভয়পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। মামলা-মোকদ্দমাও চলছে। সম্প্রতি নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি মো পারভেজ আলম চৌধুরী নবীগঞ্জ থানায় ও তার কার্যালয়ে একাধিকবার উভয়পক্ষকে নিয়ে বসে বিরোধের মীমাংসা করে দেন; কিন্তু মেম্বার রাজা মিয়া পক্ষ এলাকায় ফিরেই আগের অবস্থানে ফিরে যায়।
বুধবার সকালে কাঁচন মিয়ার বাড়ির সামনে দিয়ে সিএনজি অটো স্ট্যান্ডে যাওয়ার পথে শফিক মিয়ার পক্ষের লতিফ মিয়া ও তার স্ত্রীকে মারধোর করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং রাতেই উভয়পক্ষের ৫ জনকে আটক করে থানার নিয়ে আসে।
এদিকে বৃহস্পতিবার সকালে এ ঘটনার জের ধরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের পিকলের আঘাতে জাহির আলী মারা যান। সংঘর্ষকালে একাধিক বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৫ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি মো পারভেজ আলম চৌধুরী ও নবীগঞ্জ থানার ওসি মো আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের আগে ও পরে উভয়পক্ষের ৭ জনকে আটক করা হয়।
Leave a Reply