হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কুর্শি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ৫ জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানান, এই গ্রামের আনসার উদ্দিন ও ফুল মিয়ার মধ্যে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন হাঁকডাক দিয়ে সংঘর্ষে জড়িয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
পরে এলাকার লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় আনসার উদ্দিন, গফুর মিয়া, ধন মিয়া, দুলাল মিয়া ও রেহানা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
Leave a Reply