নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাইম উদ্দিনের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে। তবে ইউপি চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলার মাধবপুর গ্রামের ফটিক মিয়ার স্ত্রী দোলনা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তা রবারব অভিযোগ দায়ের করেছেন। এতে তিনি জানান, করগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার ভাতার কার্ড এক বছর ধরে নিজের কাছে রেখে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
তিনি আরো উল্লখ করেন, কিছুদিন আগে ইউপি চেয়ারম্যান তাকে ভাতার কার্ড দেন, যা দিয়ে তিনি ২ হাজার ২৫০ টাকা ভাতা উত্তোলন করেন; কিন্তু এই কার্ড দিয়ে এর আগে ১৭ হাজার ৪০০ টাকা ভাতা উত্তোলন করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, বিষয়টি তদন্তের জন্য সমাজসেবা অফিসে হস্তান্তর করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন বলেন, এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। ভাতার কার্ড বিতরণের দায়িত্ব সমাজসেবা কর্মকর্তার আর ভাতা দিয়ে থাকে ব্যাংক। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রতিবন্ধী ভাতা কার্ডটি দেখতে পেয়ে তিনি তা দোলনা বেগমের কাছে দেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তার পূবসূরি বারিন্দ্র চন্দ্র রায়ের কর্মকালের। তবে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে বলে তিনি শুনেছেন।
Leave a Reply