নবীগঞ্জ প্রতিনিধি : জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা বাগানের শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী ও এককালীন অনুদান বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে পানিউমদা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১শ ১০ জন শ্রমিককে খাদ্য সামগ্রী ও ১৭ জনকে ৫ হাজার টাকা করে এককালীন অনুদান দেয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইজাজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আব্দুর নূর, সহকারী পরিচালক হাবিবুর রহমান ও সাংবাদিক মতিউর রহমান মুন্না।
শ্রমিকদেরকে ৩ মাসের খাদ্য সহায়তা হিসেবে মাথাপিছু দেয়া হয় ৪৫ কেজি চাল, ৯ কেজি ডাল, ১৫ কেজি আটা, ১৫ কেজি আলু, ৬ লিটার তেল ও ৬টি সাবান। এছাড়া শাড়ি-লুঙ্গিও দেয়া হয়েছে।
Leave a Reply