নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে পল্লী বিদ্যুতের ঘন ঘন বিভ্রাটের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা অবরোধ কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার দুপুরে শহরের নতুন বাজার মোড়ে প্রায় ২ ঘণ্টা এ কর্মসূচি পালনকালে আশেপাশের সড়কে শতাধিক যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী, থানার ওসি ইকবাল হোসেন ও পৌরসভার প্যানেল মেয়র-১ এ টি এম সালাম উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সাথে আলোচনা করে এবং বিদ্যুৎ যন্ত্রণার দ্রুত অবসানের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, পল্লী বিদ্যুতের যন্ত্রণায় উপজেলাবাসী অতীষ্ঠ হয়ে উঠেছেন।
Leave a Reply