নবীগঞ্জ প্রতিনিধি : ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই স্লোগানকে সামনে রেখে মুজিববর্ষের মধ্য ভূমিহীন ও গৃহহীনদের ঘর উপহার কর্মসূচির অধীনে হবিগঞ্জের নবীগঞ্জ উপজলায় প্রথম পর্যায়ে ‘ক’ শ্রেণি আওতাভুক্ত ৬০টি পরিবারের ঘর নির্মাণ কাজ চলছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার আউশকান্দি ও ইনাতগঞ্জ ইউনিয়নের চলমান ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার ও নবীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়ছ ১ লাখ ৭১ হাজার টাকা। সবগুলা বাড়ি সরকার নির্ধারিত একই ডিজাইনে নির্মাণ করা হবে।
Leave a Reply