নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও নবীগঞ্জ উপজেলা টাস্কফোর্সের উপদেষ্টা গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা পানিসম্পদ কর্মকর্তা আজিজুল হক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মাকসুদুল আলম, উপজেলা প্রকৌশলী সাব্বীর আহমেদ, থানার পুলিশ পরিদর্শক-অপারেশন আব্দুল কাইয়ুম, উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প জীবিকায়ন কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ ও উপজেলা পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের এজিএম আশিকুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।
সভায় নবীগঞ্জ উপজেলায় ৩য় পর্যায় ঘরের চাহিদা (২০০), নতুন নকশা ও অধিক বরাদ্দ ঘর বাবদ ভ্যাটসহ ২ লাখ ৯৮ হাজার টাকা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া স্বল্পদামে উপযুক্ত জায়গা ক্রয় করে ঘর দেওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।
Leave a Reply