নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জামগাছে ঝুলন্ত অবস্থায় ছোটন মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সে উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের ফাদুল্লা (জামারগাঁও) গ্রামের মৃত বাদশা মিয়ার ছেল। পুলিশ মরদেহ উদ্ধার করে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার সময় ছোটন মিয়া বাড়ি থেকে বের হয়। আর বাড়ি ফিরেনি। বৃহস্পতিবার সকালে একই ইউনিয়নের রাধাপুর গ্রামে দবির মিয়ার পুকুরপাড়ে জামগাছে মাছ ধরার জালের অংশ বিশেষ দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লোকজন তাকে দেখতে পায়। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই আবু বকর খান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply