নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।
রবিবার ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকটে আলমগীর চৌধুরী। সভাপতিত্ব করেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু চৌধুরী ও সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মো সেলিম তালুকদার। সংগঠনের সমন্বয়কারী মোহাম্মদ আরেফ আলী মণ্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সিনিয়র ফিল্ড মনিটর মোহাম্মদ শামীম মহসিন, সহ সমন্বয়কারী ওমর ফারুক, শাখা ব্যবস্থাপক কালী কৃষ্ণ দাস, মো ইদ্রিস আলী, সঞ্জয় কুমার শীল, মো নজরুল ইসলাম, মীর রাজু আহমেদ, অলক দাস গুপ্ত ও রাহুল ঘোষ।
বাংলাদেশ সরকারের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ কর্তৃক মঞ্জুরিকৃত ২০ লাখ টাকা থেকে প্রথম পর্যায়ে ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে এ ঋণ দেয়া হয়।
Leave a Reply