হবিগঞ্জের নবীগঞ্জে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ৭ শতাধিক কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন ও উপজেলা প্রকৌশলী এস এম আনোয়ারুল ইসলাম। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম মাকসুদুল আলম সঞ্চায়লায় স্বাগত বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী।
Leave a Reply