নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ২০২১-২২ অর্থবছরে আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ শুরু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ্ নেওয়াজ মিলাদ গাজী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মাকসুদল আলম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, যুবলীগ নেতা পিকলু চৌধুরী প্রমুখ।
কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে নবীগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে ধানকাটার হারভেস্টার মেশিন বিতরণ করা হবে। উদ্বোধনের দিন ১১টি বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় আউশ চাষের জন্য ১ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি বীজ এবং ২০ কেজি ডেপ ও ১০ কেজি এমওপিসহ মোট ৩০ কেজি করে সার বিতরণ করা হবে।
Leave a Reply