নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের কসবা গ্রামে কুশিয়ারা নদীর চর কেটে বালু বিক্রির দায়ে ২ জনকে আটক ও ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে অভিযান চালিয়ে বালুভর্তি দুটি ট্রাক সহ ইনাতগঞ্জ গ্রামের ট্রাকচালক সাহেদ মিয়া ও তার সহকারী সদরঘাট গ্রামের শহীদ মিয়াকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ আইনে আটককৃতদের নিকট থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
Leave a Reply