হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের সুজাপুর গ্রামের কালী মন্দিরে মূর্তি ভাংচুরের অভিযোগ করা হয়েছে।
শুক্রবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মন্দিরের টাকাভর্তি দান বাক্স নিয়ে যায়। খবর পেয়ে শনিবার সকালে সহকারী পুলিশ সুুপার পারভেজ আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ এ ঘটনাকে চুরি বলে প্রাথমিক ভাবে ধারণা করছে। তবে নবীগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম জানান, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply