নিজস্ব প্রতিবেদক : সিলেট-ঢাকা মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে প্রাইভেট কার ও সিএনজি অটোরিক্সার মখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত এবং একজন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুনবাজার এলাকায়।
পুলিশ জানায়, ইদ উপলক্ষে গোপলার বাজার এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন দেবপাড়া গ্রামের আব্দুল আলীমের স্ত্রী সুজিয়া বেগম ও তাদের সন্তান তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উমর মিয়া। বিকেলে গোপলারবাজার থেকে একটি অটোরিক্সা যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন তারা; কিন্তু নতুনবাজার পৌঁছামাত্র ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের সাথে অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয় এবং উপজেলা হাসপাতালে নেয়ার পথে মা মারা যান।
আহত অটোরিক্সা চালকের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর প্রায় ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
Leave a Reply