হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কলেজ ছাত্রী তন্বী রায়কে ধর্ষণের পর গলা টিপে হত্যা মামলার একমাত্র আসামি রানু রায়ের মৃত্যুদণ্ডাদেশ হয়েছে।
সোমবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক রেজাউল করিম মামলার একমাত্র এই আসামির বিরুদ্ধে এ রায় দেন।
বিভাগীয় স্পেশাল পিপি কিশোর কুমার কর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। হত্যাকাণ্ডের এক বছর সাত মাস পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এরপর ২০ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়।
তন্বী রায়ের বাবা বিমল রায় জানান, রায়ে তারা সন্তুষ্ট। তিনি রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে তন্বী রায় নবীগঞ্জ শহরতলির শেরপুর রোডে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যাবার পথে নিখোঁজ হন। তিন দিনের মাথায় তার বস্তাবন্দি মরদেহ শাখা বরাক নদী থেকে পুলিশ উদ্ধার করে।
Leave a Reply