হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ওসমানী স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে।
ওসমানী প্রবাসী সংঘের উদ্যোগে এবং ওসমানী ও অভয়নগর সমাজকল্যাণ সংসদের সার্বিক সহযোগিতায় আয়েজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয় শুক্রবার রাতে হীরা মিয়া গার্লস হাই স্কুল সংলগ্ন মাঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী। উদ্বোধক ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু। ওসমানী সমাজকল্যাণ সংসদের সভাপতি শাহিনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ওয়াহিদুজ্জামান জুয়েলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ওয়ার্ড কাউন্সিলর সুন্দর আলী, অধ্যাপক মোস্তাহীদ উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খয়রুল বশর চৌধুরী ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রহমান সুমন।
Leave a Reply