হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা নিজ চৌকিবিলপার গ্রামে ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ তাজউদ্দিন কোরেশী রহমতুল্লাহি আলাইহির ওরসে মদ, গাঁজা ও জুয়ার আসর যাতে না বসে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।
বুধবার থেকে থেকে দুই দিনব্যাপী এ বার্ষিক ওরস অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, একটি মহল ওরসে মদ, গাঁজা ও জুয়ার আসর বসানোর পায়তারা করছে।
রবিবার রাতে উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারে এক সমাবেশে এ অভিযোগ করা হয়। চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইছমত আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, শাহ মোকাব্বির হুসেন, মাস্টার আব্দুর রূপ, প্যানেল চেয়ারম্যান লোকমান উদ্দিন, ইউপি সদস্য সইদুর রহমান ও ফিরোজ মিয়া।
বক্তারা ওরসে মদ, গাঁজা ও জুয়া আসর যাতে না বসতে পারে সেজন্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহবান জানান।
Leave a Reply