নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ঐকতান সংঘের যুগপূর্তি ও সরস্বতী পূজা উপলক্ষে ‘চন্দ্র বন্দনা’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউর মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন, নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ার সভাপতি নিখিল আচার্য্য, নিরঞ্জন দাশ, সুধাংশু রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, লোকনাথ সেবা সংঘের সাধারণ সম্পাদক সাধন দাশ, পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টী, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বনিক ও সাংস্কৃতিক কর্মী আসাদ ইকবাল সুমন।
ঐক্যতান সংঘের অনিক দাশ রাজন, অরিন্দম পাল আবির, সৈকত দাশ শাওন, মহিমানব পাল মিথুন, পিয়াল রায়, কৌশিক রায়, দুর্জয় বনিক অর্পন, অভিষেক দত্ত ও আবির রায়ের সার্বিক তত্ত্বাবধানে এবং আনন্দ নিকেতনের সাধারণ সম্পাদক পলাশ বনিকের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় শিল্পীবৃন্দ।