নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে বিকেলে অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ শহরের আব্দুল মতিন স্কয়ার থেকে অভিযুক্তদেরকে পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, নবীগঞ্জ পৌরসভার আনমনু এলাকার আদালত মিয়ার ছেলে মোহন মিয়া ও পূর্ব জাহিরপুর এলাকার ছাও মিয়ার ছেলে জাহির মিয়া।
পুলিশ জানায়, অভিযোগকারী নারীর বাবার বাড়ি নবীগঞ্জ উপজেলার সরমগাঁও গ্রামে। এক বছর আগে জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে তার বিয়ে হয়। বিয়ের পর মোবাইল ফোনে রং নম্বরে কলের সূত্রে পরিচয় হয় মোহন মিয়ার সঙ্গে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুইজনে বিয়ে করারও সিদ্ধান্ত নেয়। এজন্যে রবিবার নবীগঞ্জ শহরে দুজনে দেখা করে। এটিই ছিল তাদের প্রথম দেখা। পরে তারা শহরের রুদ্রগ্রাম রোড এলাকার একটি বাসায় যায়। সেখানে মোহন মিয়া তাকে ধর্ষণের চেষ্টা চালায় এবং এ কাজে জাহির মিয়া সহযোগিতা করে। এসময় গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ গৃহবধূ মামলা দায়ের ও অভিযুক্তদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply