নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রায় এককোটি পোনামাছ আটক করে অবমুক্ত করা হয়েছে।
পোনামাছ ধরে বাজারে বিক্রির খবরে উপজেলা মৎস্য কর্মকর্তা বিভিন্ন হাটবাজারে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি হীরাগঞ্জ বাজার, গোপলার বাজার, টুকের বাজার, বাংলা বাজার, নবীগঞ্জ বাজার ও আনমনু বাজারে ৪০ পাতিল টাকি ও শোল মাছের এই পোনামাছ জব্দ করেন।
পরে এই পোনামাছ জনসম্মুখে কুশিয়ারা নদী সহ অন্যান্য নদীতে অবমুক্ত করেন, নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো আসাদ উল্লাহ।
নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, পোনামাছ রক্ষা করতে না পারলে দেশে মাছের সংখ্যা কমে যাবে।
Leave a Reply