নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আইনর্শঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, বজলুর রশীদ, অ্যাডভোকেট জাবেদ আলী, মুহিবুর রহমান হারুন, আবু সিদ্দিক, আবু সাঈদ এওলা মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায় ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিল হোসেন।
Leave a Reply