নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ইভটিজিংয়ের অপরাধে এক যুবকের ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে।
উপজেলার বড় ভাকৈর ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার সময় জনতা হাতেনাতে এক যুবককে আটক করে। শনিবার সকালে এ ঘটনা ঘটলে তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়।
খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রায় ঘোষণা করেন।
দণ্ডিত যুবক নরসিংদীর রায়পুর এলাকার মৃত হায়দর আলীর ছেলে মো আনোয়ার হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, ইভটিজিং রোধে সরকার সবসময়ই কঠোর অবস্থানে আছে।
Leave a Reply