হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদ্য পদায়নকৃত বাংলাদেশ দূতাবাস এথেন্স গ্রিসের প্রথম সচিব বিশ্বজিত কুমার পালকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে পরিষদের সম্মেলন কক্ষে এই বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার-ভূমি সুমাইয়া মমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর উদ্দিন বীরপ্রতীক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাত হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আলীবর্দী খান সুজন, এজিএম রুহুল আমীন, পিআইও ছাদু মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল ও বর্তমান সাধারণ সম্পাদক মো আলমগীর মিয়া। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এসময় নবাগত ইউনএনও শেখ মহিউদ্দিন সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে বিশ্বজিত কুমার পালকে বিদায়কালে উপহার প্রদান করেছেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল।
Leave a Reply