নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে ঘর নির্মাণের জন্য অবৈধ দখলদারদের কবলে থাকা ২ দশমিক ২৪ একর খাসজমি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর মৌজার ৯২৪, ৯২৫, ৯২৬ ও ৯২৭ নম্বরে দাগে অভিযান চালিয়ে সরকারি এই খাসজমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনা করেন, নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার-ভূমি উত্তম কুমার দাশ।
এ সময় সার্ভেয়ার আমিনুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও চেইনম্যান উপস্থিত ছিলেন। এসআই গৌতম সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
Leave a Reply