নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার সকাল ১০টায় কুর্শি ইউনিয়নের রতনপুর গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সুশংকর সূত্রধর ও সুবির সূত্রধরের ঘরে এই অগ্নিকাণ্ড ঘটে। গ্রামবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে বসতঘর দুটিসহ দুই পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ ২ লাখ টাকার কাছাকাছি হবে।
সুশংকর সূত্রধর জানান, তারা সারাদিন মানুষের বাড়িতে কাজ করেন। কেউ কোন জিনিস বের করতে পারেনি।
ক্ষতিগস্ত সুবির সূত্রধর সবার কাছে সাহায্য চেয়েছেন।
Leave a Reply