নবীগঞ্জ প্রতিনিধি : বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ শহরের জে কে মডেল উচ্চবিদ্যালয় এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও আবু সিদ্দিক, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল ও কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু ও রিজভী আহমেদ খালেদ।
বক্তারা ২০২৩ সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
Leave a Reply