নবীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার উপজেলার আইনগাঁও নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশ।
পুলিশ জানায়, কয়েক দিন ধরে মহাসড়ক সংলগ্ন এলাকায় মানসিক ভারসাম্যহীনভাবে ঐ নারী চলাফেরা করতো। কেউ জিজ্ঞাসা করলে সঠিক করে নাম ঠিকানা বলতো পারতো না। সবাই তাকে ‘পাগলী’ নামেই ডাকতো।
এলাকার লোকজন সকালে মহাসড়কে ক্ষতবিক্ষত একটি মরদেহের ১০/১২ টি খণ্ড দেখে শেরপুর হাইওয়ে পুলিশকে খবর দেন।
হাইওয়ে থানার ওসি বিমল ভৌমিক জানান, ধারণা করা যাচ্ছে, রাতের কোন এক সময় মহিলা রাস্তা পারাপারের সময় কোন গাড়ি তাকে চাপা দিয়েছে।
Leave a Reply