নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের সাবেক উপজেলা নির্বাহী কমকর্তা সোনামনি চাকমার উপ সচিব পদে পদোন্নতি হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব পদে সোনামনি চাকমাকে পদোন্নতি দিয়ে উপ সচিব করা হয়েছে।
সোনামনি চাকমা বিসিএস ক্যাডারের ২১তম ব্যাচের একজন কর্মকর্তা হিসাবে নিয়োগ লাভ করেন।
তিনি প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে প্রথমে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সিলেটের বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যোগদান করেন। পরে বদলি হয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন।
সোনামনি চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় চোংড়াছড়ি মুখ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
Leave a Reply