নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে।
এলাকার লোকজন ও তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সঈদপুর বাজারে মো ছাদিক মিয়ার মালিকানাধীন সীমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এতে সীমা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, জননী ট্রেডার্স, মহান সিএনজি ওয়ার্কসপ, দি মন্নান টেইলার্স ও একটি সেলুন পুড়ে যায়। এছাড়া সঈদপুর-ইনাতগঞ্জ বাস কাউন্টার সহ আরো কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
Leave a Reply