হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবক এবং হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইন্কের সহ সভাপতি ছাব্বির হোসেন ও সহ সাধারণ সম্পাদক রোকন হাকিমের পিতা আব্দুল হাকিম ইন্তেকাল করেছেন।
শনিবার যুক্তরাষ্ট্র সময় বিকেল ৩টা ৫৮ মিনিটে ওয়েন নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মঙ্গলবার বিকেলে মরদেহ দেশে পৌঁছবে। বুধবার সকালে তার গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আব্দুল হাকিমের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইন্কের সভাপতি মিজানুর রহমান সেফাজ ও সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপনসহ সংগঠনের নেতৃবৃন্দ। শোক প্রকাশ করেছেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। এছাড়া হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলীও গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply