হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় জামিল আহমদ নামের এক যুবক খুন হয়েছেন।
শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন জামিল আহমদের পিতা জামায়াতে ইসলামী নেতা মোস্তাফা আহমদ ও তার আরো দুই ছেলে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের মা আছিয়া বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পরিবারের লোকজন জানান, রাত ৩টার দিকে ৭-৮ জন মুখোশধারী লোক বাড়ির কলাপসিবল গেটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ পরিবারের সদস্যদের উপর হামলা চালায়।
Leave a Reply