নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো বশির মাস্টার আর নেই।
বার্ধক্যজনিত রোগে মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে সিলেট ডেল্টা স্পেশিয়েলাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
এদিন বিকাল ৪টায় বাউসা কেন্দ্রীয় ঈদগা ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে এতে সকল শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।
এর আগে উপজেলা সহকারী কমিশনার-ভূমি সুমাইয়া মমিনের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মরহুম মো বশির মাস্টারকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
দাফনের আগে মরহুমের স্মৃতিচারণ ও রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর উদ্দীন বীরপ্রতীক, বাউসা গ্রামের মুরুব্বি মো কাওছার আহমেদ ও মরহুমের প্রথম সন্তান মোস্তাক আহমেদ। নামাজে জানাজায় ইমামতি করেন, বাউসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহনূর আহমেদ আজাদী। অংশগ্রহণ করেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মো আজমান আলী, মো আনিছ আলী, বাউসা গ্রামের মুরুব্বি আব্দুল মতিন, শাহ্ মছদ্দর আলী, বাউসা জামে মসজিদের মোতাওয়াল্লি মো তৈয়ব উল্লাহ, সাবেক মোতাওয়াল্লি মো আব্দুল মোতালিব, মেম্বার আল-হেলাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী হাছান লিটন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ সভাপতি মোর্শেদ আলী সবুজ, সাধারণ সম্পাদক ডা নিজামুল ইসলাম চৌধুরী, বাউসা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো আবুল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি মনসুর চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জাতির এই সূর্য সন্তানকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
Leave a Reply