হবিগঞ্জের নবীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৯০টি পূজামণ্ডপে কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক সাংসদ শেখ সুজাত মিয়ার পক্ষ থেকে চাল ও ডাল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে নবীগঞ্জ গোবিন্দ জিউর আখড়ায় উপজেলা ও পৌর এলাকার প্রতিটি পূজামণ্ডপের সভাপতির নিকট ৫০ কেজি চাল ও ডাল তুলে দেয়া হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নিখিল আচার্য্য, সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, প্রচার সম্পাদক রসময় শীল, সাবেক সাংগঠনিক সম্পাদক অনন্ত কুমার দাস, ছাত্রদলের যুগ্ম আহবায়ক খালেদ আহমেদ, অলিউর রহমান অলি, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নন্টি দাশ সামন্ত, শাহ হুসাইন আহমদ ও শেখ শিপন।
Leave a Reply