নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ বলেছেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। আগামীতে তারাই দেশের নেতৃত্ব দেবে। তাদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। সংবর্ধনা সহ বিভিন্নভাবে তাদেরকে সোনার দেশের সোনার মানুষ হবার প্রেরণা দিতে হবে।
রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার পানিউমদা রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পক্ষ থেকে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা ও প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী আজিজুর রহমান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইজাজুর রহমান।
Leave a Reply