নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ১৩টি বাড়িতে হামলা, অগ্নিসংযোগওি লুটপাটের প্রতিবাদে এবং এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শনিবার দুপুরে নবীগঞ্জের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে পানিউমদা ইউনিয়নের খাগাউরা বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে পানিউমদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে ও কুদ্দুছ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, গোলাম নবী তালুকদার, আব্দাল মিয়া, আউয়াল মিয়া, অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, হুমায়ুন খান, মনসুর আলম, মহিবুল হাসান মামুন, অনু আহমদ, মুজিবুল হক, সুশেল আহমদ, রাজু আহমেদ, কামাল আহমদ, জুনায়েদ আহমেদ, সাজিদ তালুকদার, খালেদ আহমদ, মুহিদ মিয়া, মহসিন আহমেদ প্রমুখ।
বক্তারা ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে এগিয়ে আসতে সরকারকে আহবান জানান। ।
উল্লেখ্য, গত ৩১ মে সকালে পূর্ব বিরোধের জের ধরে গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল ৬ মৌজার কয়েক হাজার লোক নোয়াগাঁও গ্রামে হামলা চালিয়ে কোটি টাকার ক্ষতিসাধন করে।
Leave a Reply