নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বহিরাগতদের হামলায় ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক ইসরাত জাহানের নির্দেশে বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন প্রতি পরিবারে ১ বান ঢেউটিন ও ৩ হাজার টাকা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো ছাদু মিয়াসহ ইউপি সদস্যবৃন্দ।
এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা প্রশাসকের নির্দেশে ৩০ কেজি করে চাল ও অর্থ সাহায্য প্রদান করা হয়েছে ।
Leave a Reply