হবিগঞ্জের নবীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়েছিল।
শুক্রবার বিকেলে জননেতা দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ ও দেবপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আওয়ামী লীগ নেতা আব্দুল বারিকের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা আব্দুল মুকিত ও যুবলীগ নেতা রুহেল আহমেদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জহুরা রুবা জেবিন ও হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শিরিন আক্তার।
Leave a Reply